হোম > ছাপা সংস্করণ

তারাগঞ্জে আদার দাম কম লোকসানে চাষির মুখ মলিন

তারাগঞ্জ প্রতিনিধি

আদা চাষে এবার লোকসানের মুখে পড়েছেন তারাগঞ্জের চাষিরা। এবার প্রতি কেজি আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকেরা ৮৫০ একর জমিতে এবার আদার চাষ করেছেন। মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়।

কয়েকজন আদা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আদা খেতে ব্যাপক পচন রোগ দেখা দেয়। এতে ফলন কমে গেছে। অন্য দিকে বাজারে দর কম থাকায় চাষিদের এবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।

গতকাল সোমবার তারাগঞ্জ বাজারের আদার পাইকারি আড়তে কথা হয় হাজীরহাট গ্রামের কৃষক শামছুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘৭০ শতক জমিত আদা নাগছনু। পচন রোগোত ২০ শতকের আদা নষ্ট হয়া গেইছে। বাকি আদা তুলি হাটোত নিয়া আসছুং। ৫০ টাকা কেজি করে তাক বেচানুং। তাতে ঘর থাকি লস হওচে। এই আদা এক সময় হামার কপাল ঘুরাইছে, কিন্তুক এখন আর লাভ হওচে না।’

ছয় বছর ধরেই আদা চাষ কর আসছেন ডারারপাড় গ্রামের আমজাদ হোসেন (৫০)। তিনি এবারও ৬০ শতক জমিতে আদা চাষ করছেন। তিনিও খেত থেকে আদা তুলে হাটে এসেছেন বিক্রি করতে। বাজার দরে তাঁরও মন বেজার।

আমজাদ হোসেন বলেন, ‘বাবা, আগের মতো আদা চাষে মজা নাই। এখন খালি লস আর লস। অনেক আশা নিয়া এবার আদা নাগাছনুং। কিন্তুক বাজারোত আদার দামে নাই। গতবার যে আদা এই সময় ৮০ টাকা কেজি বেচাছি তাক এ্যালা ৫০ টাকাত বেচার নাগিল।’

ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাস আলী (৬০) এবার এক একর জমিত আদা লাগিয়েছেন। তিনি বলেন, ‘পচন রোগ মোর খেত নষ্ট করি দিছে। বাজারোত এখন দামও নাই। এবার মনে হয় আবাদের টাকায় উঠবে না।’

আক্কাসের কথা শেষ না হতেই মেনানগর গ্রামের আজিবুদ্দিন বলে উঠেন, ‘বাহে আদা এমন ফসল কপালোত লাগলে লাভে লাভ। আর যদি কপালোত না লাগে তাহইলে ফকির বানাইবে। এবার আদা নাগে আমরা খুব লোকসানে পড়নো।’

আদার বাজার দরের বিষয়ে তারাগঞ্জ বাজারের আড়তদার অমূল্য চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি করা আদায় বাজার ভরপুর। এতে দেশি আদার বাজার কমে গেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ