হোম > ছাপা সংস্করণ

কাপড় ফেরির আড়ালে চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসহাক ওরফে সাগর। পরিচিতজনদের কাছে একজন নৃত্যশিল্পী। চট্টগ্রাম শহরের পাড়ামহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাচালক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। তবে এর বাইরেও তাঁর আরেক পরিচয় রয়েছে। সেটি হলো সংবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্যও তিনি।

গোয়েন্দা পুলিশ বলছে, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রিকশা চালানো, পুরোনো কাপড় ফেরি করে বিক্রি করাসহ নানা কাজের আড়ালে চুরি করে আসছিল।

দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পী পরিচয়ের ছদ্মবেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি করতেন সাগর ও তাঁর দলের সদস্যরা। গত ১৭ অক্টোবর রাজধানীর বংশালের মাদ্রাসা মার্কেটের একটি দোকানের তালা কেটে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গত রোববার রাজধানীর মাতুয়াইল, ডেমরা, নারায়ণগঞ্জ এবং কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা মো. বাবু, তাঁর সহযোগী আলমগীর হোসেন মালু, রুবেল এবং ইসহাক ওরফে সাগর।

পরে তাঁদের দেওয়া তথ্যে ১৫টি মোবাইল ফোন, দুটি তালা কাটার, চারটি তালা, ১০টি চাবি, নাট-বল্টু ও ৭৮ হাজার টাকাসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।

গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি জানান, চক্রটি চুরির সাত দিন আগে টার্গেট করা দোকান রেকি করে। আর চুরির তিন দিন আগে গ্রুপের এক সদস্যকে পাঠানো হয় টার্গেট করা দোকানটি পর্যবেক্ষণে। ঘটনার দিন চক্রের সাত-আটজন চুরিতে সরাসরি অংশগ্রহণ করে। 
ডিসি মশিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ