পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বগুড়ার সান্তাহারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আর সেই নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নাহিদ সুলতানা নৌকা প্রতীক নিয়ে লড়বেন।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে চিঠি নিয়ে এসে নাহিদ সুলতানা আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক গভর্নর কছিমউদ্দিনের কাছে গিয়ে দোয়া নেয়। পরে বেলা ১টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে আসলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁকে অভিনন্দন ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নাহিদ সুলতানা জনগণের ভোটে নির্বাচিত হলে সান্তাহার ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার আশ্বাস দেন।