নদীর কাছে গেলে নাকি মন ভালো হয়ে যায়। কথাটি শুনেছ নিশ্চয়ই। কিন্তু নদীরও মন খারাপ হয়, যখন আমরা তাকে কষ্ট দিই। যত্ন নিই না। সেই কষ্টে নদী মরে যায়। আর নদী যদি মরে যায় তাহলে আমরা পানি পাব কোথায়, বলো? তাই চিনতে হবে নদীকে। বাসতে হবে ভালো।
বাংলাদেশের নদীর কথা জানতে পড়ে ফেলতে পারো একটি বই। আলোকচিত্রী কাকলী প্রধানের সঙ্গে ঘুরে ঘুরে দেখতে পারো বাংলাদেশের নদীর ছবি।
ছবির মতো কর্ণফুলী চলেছে সমুদ্দুরের পথে। যমুনার জল গভীর, কালো। মেঘের সঙ্গে মেঘনার চলছে মাখামাখি। পদ্মার যে কত রূপ সব জানতে পারবে ‘নদী নেবে!’ বই থেকে। প্রকৃতি ক্যাটাগরির এ বইটি লিখেছেন ও নদীর ছবিগুলো তুলেছেন কাকলী প্রধান।
ইকরিমিকরি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে নদীবিষয়ক এ বইটি। ১৬ পৃষ্ঠার এ বইয়ের দাম ১২০ টাকা। সংগ্রহ করতে পারবে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই, বই বিচিত্রা, কথাপ্রকাশ, চর্চা, পিবিএস, আগোরা, স্বপ্ন, ডেইলি শপিং শপ এন সেভ, রকমারি ডটকম, ইকরিমিকরি ডটকম, ইকরিমিকরি ফেসবুক শপ ও দারাজ ডটকম থেকে।