হোম > ছাপা সংস্করণ

ওসির বিরুদ্ধে এজাহার পরিবর্তনের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলার এজাহার পরিবর্তনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সিরাজুল ইসলাম নামের এক বাদী। তিনি দাবি করেন, তাঁর মেয়ে দিল আফরোজা সুলতানা ইতিকে (১৮) অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় তাঁকে ভিন্ন এজাহারে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

তবে রংপুরের পীরগঞ্জ থানায় কর্মরত অভিযুক্ত ওসি আব্দুল আউয়াল জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া সনদে উল্লেখ রয়েছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিল আফরোজা সুলতানা ইতি মারা গেছেন। সে অনুযায়ী মামলাটি করা হয়েছে। হাতে লেখা মামলার তারিখ ভুলের বিষয়টি নজরে এলে অনলাইনে করা মামলায় তারিখ সঠিক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার বাদীর অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ ও ওয়াহেদ সরকার।

সিরাজুল ইসলাম বলেন, ‘ওসি আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মামলার এজাহার কপিতে স্বাক্ষর করতে আমাকে বাধ্য করেন। এ ছাড়া মামলাটি ২০২২ সালের ২০ জানুয়ারি তারিখে রুজু দেখানো হয়। মামলার ঘটনার তারিখসহ এজাহার পরিবর্তন করে এটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন তিনি।’

এদিকে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, এমনটা হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ