নোয়াখালীর সেনবাগে জমির আইলে বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম শাহজাহান (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যুর ঘটনায় মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সেনবাগ থানা-পুলিশ আসামি জেসমিন আক্তার (২৯) ও আবুল খায়ের মিস্ত্রিকে (৩৫) গ্রেপ্তার করে।
ধান চাষের জমি ইঁদুর থেকে বাঁচাতে গুনা তারের মাধ্যমে জমির আইলের চারপাশে বিদ্যুতের লাইন বসান তাঁরা। গত ১২ নভেম্বর রাতে স্থানীয় শাহজাহান মাছ ধরতে যাওয়ার সময় সেই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুতে তিন শিশুসন্তান নিয়ে তাঁর স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা অসহায় জীবন যাপন করছেন।