হোম > ছাপা সংস্করণ

সরিষাবাড়ী আ.লীগ থেকে মুরাদকে অব্যাহতি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে এবার নিজ সংসদীয় এলাকা জামালপুরের সরিষাবাড়ীর উপজেলা আওয়ামী লীগ ও আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, কাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ। বক্তারা এ সময় মুরাদ হাসানের নানা অপকর্মের বিষয় তুলে ধরেন। আলোচনা শেষে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আওনা ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত মন্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক তাকে সরিষাবাড়ী উপজেলা ও আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ