হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। এটি হালদা নদী থেকে উদ্ধার করা ৩৩তম মৃত ডলফিন।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া এলাকার হালদা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ ছাড়া ভাসা জাল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।
এ ব্যাপারে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত মৃত ডলফিনের দেহ পচে যাওয়াতে মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বন বিভাগের সহযোগিতায় রামদাস মুন্সির হাট সংলগ্ন হালদা পাড়ে মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। এর আগে গত চার বছরে হালদা থেকে মোট ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।