থানা কম্পাউন্ডে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন চট্টগ্রামের আনোয়ারা থানার কনস্টেবল মো. কামরুজ্জামান (৪৪)। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় চেয়ারে বসে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৯টার দিকে।
কনস্টেবল কামরুজ্জামানের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, কামরুজ্জামান কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি আগেও একবার স্ট্রোক করেছিলেন। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।