মুন্সিগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গতকাল সোমবার সকাল ও বিকেলে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে গতকাল সোমবার ৩ হাজার ৮৯ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮ জন। অনুপস্থিত ছিল ৮১ জন।
জানা যায়, উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকালে পরীক্ষার্থী ছিল ৬২১ জন, এর মধ্যে অংশগ্রহণ করেন ৫৯১ জন এবং অনুপস্থিত ছিল ৩০ জন। দুপুরে ছিল ২৯ জন, এর মধ্যে অংশগ্রহণ করেন ২২ জন এবং অনুপস্থিত ছিল ৭ জন।
কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে অনুপস্থিত ছিল ১৩ জন। দুপুরে অনুপস্থিত ছিল ২ জন।
শেখরনগর কেন্দ্রে সকালে অনুপস্থিত ছিল ৭ জন। দুপুরে অনুপস্থিত ছিল ৯ জন।
ইছাপুরা কেন্দ্রে সকালে অনুপস্থিত ছিল ১২ জন। দুপুরে অনুপস্থিত ছিল ১ জন। ইসলামপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে সোমবার পরীক্ষা ছিল না।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে এবং ১০টি দাখিল মাদ্রাসা থেকে ৩১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।