বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিলেটের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আইনজীবী সমিতিকে স্মারকলিপি পেশ করেছে লোকাল ভয়েস নামক একটি সংগঠন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।
আইনজীবী সমিতির সভাপতি এটিম ফয়েজ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিমের হাতে তাঁরা এই স্মারকলিপি তুলে দেন। পাশাপাশি লিগ্যাল এইড ও ব্লাস্টের সভাপতিকেও স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি পেশের আগে পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি ডা. শামিমুর রহমান বলেন, ‘খালেদা জিয়া জটিল লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তাঁর রক্ত বমি হচ্ছে। এ ছাড়া তিনি কয়েক দিন আগে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তাঁর সুচিকিৎসা হওয়া জরুরি। চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।’