চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বসে এক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল রোববার সকালে জেলা কারাগার অফিস কক্ষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থী। পর্নোগ্রাফি মামলায় গত ২১ এপ্রিল থেকে কারাগারে বন্দী রয়েছে সে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার একজন এসএসসি পরীক্ষার্থী কারাগারে আসার পর তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। কারাগারের অফিস কক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কারাগারে বসে যাতে পড়াশোনা করতে পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।