গোয়াইনঘাট উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি শরিফ উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে মুদি দোকানদার শরিফ উদ্দিন পাশের বাড়ির ছয় বছরের শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মা–বাবাকে ঘটনা খুলে বলে। মা–বাবার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে খবর পেয়ে শরিফ উদ্দিন পালিয়ে যায়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ওই শিশুর বাড়ি গিয়ে তাকে হাসপাতালে পাঠান। পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর এলাকার মানুষের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে শরিফ উদ্দিনকে গ্রেপ্তার করে। গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শরিফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।