চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৭টার দিকে নগরীর কদমতলী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় চবিগামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।