কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় বিনা মূল্যে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ধূরুং বাজারের মুসা সিকদারপাড়া মসজিদ সংলগ্ন দ্বিতীয় তলায় বিনা মূল্যে এ কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আবাম ফাউন্ডেশনের উদ্যোগে ও মুছা সিকদারপাড়া হেল্প ফর সোসাইটি সহযোগিতায় এ কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংগঠটির সদস্য মো. রাশেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধূরুং আদর্শ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোরশেদুল আলম।