বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ১০ হাজার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানে যে জনবল তৈরি হয় এবং শিল্পমালিকেরা যে মানের দক্ষ জনশক্তি চান, তা তৈরি হচ্ছে না। আর শিল্পমালিকদের চাহিদা পূরণ এবং বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের কারিকুলামের মধ্যে এখনো অনেক দূরত্ব রয়েছে। কারিগরি শিক্ষার মান নিয়েও প্রশ্ন রয়েছে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা এফইএসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: জার্মান অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক পলিসি পেপার উপস্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।