আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সংঘাতের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের পরে বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচানের সমর্থকদের মারধরসহ নির্বাচনী অফিস ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী-সমর্থকেরা এই হামলা চালায় বলে জানান মো. শামীম মিয়া লিকচান। এ ঘটনায় তাঁর সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে এনামুল হাওলাদার, তানভীর ফকিরসহ ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গত শনিবার রাতে খাজুরিয়া গ্রামের তানভীর ইসলাম রাছেল ও এনামুল হাওলাদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল বরিশাল আদালতে পাঠানো হয়েছে।