হোম > ছাপা সংস্করণ

একাধিক অভিযানেও বন্ধ হয়নি ভেজাল গুড় তৈরি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় একাধিকবার অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি একটি ভেজাল গুড় তৈরির কারখানা। চিনি ও বিভিন্ন রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দোজাল দিয়ে কারখানাটিতে তৈরি করে হচ্ছে ভেজাল গুড়। ভাই ভাই এন্টারপ্রাইজ নামের কারখানাটি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে অবস্থিত। তবে কারখানা মালিকের দাবি, নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ডাঙ্গীপাড়ায় শেখ আলমাছ নামে এক ব্যক্তি গড়ে তুলেছেন ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ভেজাল গুড়ের কারখানা। আলমাছ মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় আফসার মোল্লার নিকট থেকে বছরে আড়াই লাখ টাকা চুক্তিতে জায়গাটি ভাড়া নেওয়া হয়েছে। স্ত্রী রজিনা ও সন্তানসহ কর্মচারী দিয়ে প্রায় এক বছর ধরে কারখানাটি চালাচ্ছেন আলমাছ।

সরেজমিনে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট গুড়ের সঙ্গে চিনি, বিভিন্ন রং মিশিয়ে জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে।

কারখানার কর্মচারীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, আমরা কর্মচারী মাত্র। কারখানার মালিক যেভাবে নির্দেশনা দেন, আমরা সেই ভাবে কাজ করি। এ সময় আলমাছের স্ত্রী রজিনা সাংবাদিকদের ভিডিও ও ছবি না তোলার অনুরোধ করেন। কারখানাটির অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করা হয়েছে। আলমাছ বলেন, ‘নিয়ম মেনেই ব্যবসা করছি।’

এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রমজান আলী বলেন, আমরা জানি কারখানাটিতে দোজাল দিয়ে গুড় তৈরি করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে কারখানার নামে ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। অন্য কোনো নামে নিয়ে কারখানা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান বলেন, ইতিমধ্যে দুই বার ওই কারখানাকে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছেন। যেভাবে গুড় দোজাল দিয়ে বাজারজাত করা হচ্ছে এই গুড় খেলে মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, কারখানাটি সম্পর্কে অবগত আছি। অভিযান পরিচালনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ