হোম > ছাপা সংস্করণ

মান্দায় পটাশের সংকট চড়া দাম অন্য সারের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আমনের ভরা মৌসুমে চলছে রাসায়নিক সারের সংকট। এরই মধ্যে সরকারিভাবে কেজিপ্রতি ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছে ছয় টাকা। অন্যদিকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এমওপি (পটাশ) সার।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এমওপি সারের সংকট তৈরি হয়েছে।

জানা গেছে, বাজারে টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই। এরপরও এসব সার সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের।

কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর আষাঢ় মাসজুড়েই ছিল রোদের দাপট। শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে এসে বৃষ্টি দেখা গেলেও তা আমন চাষের জন্য পর্যাপ্ত নয়। এ অবস্থায় নলকূপের সেচের মাধ্যমে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। এর মধ্যে সারের বাজার অস্থির হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কৃষক। আমনের ভরা মৌসুমে সংকটের অজুহাতে বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে পটাশ সারের দাম। সরকারিভাবে প্রতি বস্তা পটাশ সারের দাম নির্ধারণ রয়েছে ৭৫০ টাকা। কিন্তু খোলা বাজারে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় মিলছে পটাশ। ইউরিয়ার দাম বাড়ানোর কারণে ৮০০ টাকা বস্তার সার এখন কিনতে হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।

উপজেলা বিসিআইসি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, উপজেলায় বিসিআইসি ডিলারের সংখ্যা ১৫ জন। জুলাই মাসে এই ডিলাররা ৯০ বস্তা করে এমওপি সারের বরাদ্দ পেয়েছেন। বরাদ্দের সার পেতে বিএডিসির অনুকূলে পে-অর্ডার করা হলেও পুরো সার সরবরাহ করা হয়নি।

আব্দুল মজিদ আরও বলেন, এখনো ডিলারদের অর্ধেক সার বিএডিসির কাছে পাওনা আছে। আগস্ট মাসের বরাদ্দ এখনো পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চাহিদার অনুপাতে বরাদ্দ কম হওয়ায় বাজারে এমওপি সারের কিছুটা ঘাটতি রয়েছে। এ কারণে কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে এ সার। তবে অন্য সারের কোনো সংকট নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ