চুয়াডাঙ্গার জীবননগর শহরের হাইস্কুলপাড়ার আলী রেজা রিপন (৫০) বাঁচতে চান। তাঁর দুটি কিডনিই নষ্টের পথে। দীর্ঘদিন ধরে ব্যয় বহুল চিকিৎসা করতে গিয়ে তিনি ইতিমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। সহায় সম্বল বলতে আছে এক খণ্ড ভিটে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। তিনি সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
আলী রেজা রিপন জীবননগর হাইস্কুলপাড়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত সামসুল আলম সাত্তারের ছেলে। সপ্তাহে তাঁকে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করতে হয়। পারিবারিক ও স্থানীয়দের সাহায্য সহযোগিতায় তিনি এত দিন চিকিৎসা ব্যয় চালিয়ে আসছিলেন।
তাঁকে সাহায্য পাঠাতে চাইলে মো. আলী রেজা রিপন, সঞ্চয়ী হিসাব নম্বর-৭২০৮, বাংলাদেশ কৃষি ব্যাংক, জীবননগর শাখা, চুয়াডাঙ্গা।