হোম > ছাপা সংস্করণ

খাসজমিতে দোতলা ভবন নির্মাণের অভিযোগ

উথান মণ্ডল, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি বন্দরের সুপারিপট্টি এলাকায় সরকারি খাসজমি দখল করে বিকাশ সিকদার ও নারায়ণ কুমার সাহা নামের দুই ব্যক্তি ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই বছর ধরে পাঁচতলা ফাউন্ডেশনের ওই ভবন নির্মাণ করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, দ্বিতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা কেন নির্মাণ করেছেন জানতে চাইলে বিকাশ ও নারায়ণ বলেন, ‘এখানে আমাদের রেকর্ডীয় জমি আছে ১ শতাংশ এবং সরকারি ডিসিআর প্রাপ্ত আছে দশমিক ৫০ (আধা) শতাংশ, বাকি ২ দশমিক ৫০ শতাংশ জমির কোনো সরকারি বৈধতা নেই।’

উপজেলা ভূমি অফিসের নাজির সুব্রত অধিকারী বলেন, ‘আদৌ তাঁদের নামে কোনো সম্পত্তিই নেই। কোনো ডিসিআরও নেই।

তবে শ্রীরামকাঠি ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, বিকাশ সিকদার ও নারায়ণ কুমার সাহার ভোগদখলকৃত অবৈধ স্থাপনার জায়গা নিশিকান্তের বাবা বেচারাম মিস্ত্রীর নামে ১ শতাংশ রেকর্ড আছে। বিএস খতিয়ানে ওই ব্যক্তির নামে দশমিক ৭৫ শতাংশ রেকর্ড আছে। বাকিটা খাস হিসেবে লেখা রয়েছে।

বিকাশ সিকদার বলেন, গত বছর অর্থাৎ (২০২০ সালে) ২ দশমিক ৫০ শতাংশের ভিটি বরাদ্দের জন্য নাজিরপুর উপজেলা ভূমি অফিসে গেলে তখনকার পেশকার মো. জাহিদ আমার কাছ থেকে ১ লাখ টাকা নেন এবং ওই জমিটুকুর ভিটি বরাদ্দ দেবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি ওই জায়গার ভিটি বরাদ্দ না দিয়েই জেলার ইন্দুরকানি উপজেলায় বদলি হয়ে চলে যান। আমি তাঁর কাছে আমার দেওয়া ১ লাখ টাকা ফেরত চাইলে সে আমাকে ৪০ হাজার টাকা ফেরত দেন।

ওই সার্টিফিকেট পেশকার মো. জাহিদ বলেন, ‘আমি বিকাশ সিকদার ও নারায়ণ সাহার কাছ থেকে কোনো টাকা নিইনি। তবে তিনি ভিটি বরাদ্দের জন্য আবেদন দিয়েছিলেন, তা এখনো পেন্ডিং আছে।

শ্রীরামকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) পরিমল কুমার দে বলেন, ‘এসি ল্যান্ড স্যার ও ইউএনও স্যার বিষয়টি নিয়ে মিটিংয়ে আলোচনা করেছেন। ওই জায়গা পরিদর্শন করবেন। এরপর তাঁরা যে নির্দেশ দেবেন, সে মোতাবেক কাজ করব।’

এ বিষয়ে ইউএও শেখ আব্দুল্লাহ্ সাদীদ বলেন, ‘আমরা ওই ইউনিয়নের তহশিলদারকে পাঠাচ্ছি, সে দেখে আলাদাভাবে পরিমাপ করবে। কতটুকু ভিপি, কতটুকু খাস, পরিমাপ করার পরে সরকারি জমিতে তাঁর ভবন থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ