হোম > ছাপা সংস্করণ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে স্ত্রী সীমাকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর থানার রামাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমা হত্যার ঘটনায় তার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহাবুদ্দিন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোহেল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের ডোবার ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান তিনি।।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে হত্যার শিকার হন সীমা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার জলিল সওদাগরের বাড়ির পাশের ডোবার ঝোপের আড়াল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ