হোম > ছাপা সংস্করণ

চার আসামির সাজা কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জের শিশু আশিকুর রহমান নিলয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগ এই রায় দেন।

আসামিরা হলেন এরশাদ আলী, আবুল কালাম, আশরাফুল ইসলাম ওরফে কানা রিন্টু ও নুর মোহাম্মদ ওরফে কালা চোর ওরফে কালা ডাকাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ ও খবির উদ্দিন ভূঁইয়া। তাঁদের সহযোগিতা করেন মো. আসাদ উদ্দিন। তিনি জানান, ২০০৬ সালের ১২ জানুয়ারি সলংগা থানার ভরমোহনী গ্রামের আব্দুল হালিমের ছেলে আশিকুর রহমান নিলয়কে (৯) অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দেওয়ার কথা ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরত না পেয়ে পরদিন আব্দুল হালিম থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারি সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিলয়ের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বিচার শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর আদালত চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। চার আসামির একজন নিয়মিত আপিল এবং বাকি তিনজন জেল আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একজন নিয়মিত আপিল এবং তিনজন জেল আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ গতকাল এ রায় ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ