বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৯ জুলাই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে স্টেশন বন্ধ রাখা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে অংশীজনদের নিয়ে আজ মঙ্গলবার পেট্রোবাংলা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু এর ঘণ্টাখানেক পর এ ঘোষণা থেকে সরে আসে মন্ত্রণালয়। পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পেট্রোবাংলায় বৈঠকের পর কবে থেকে স্টেশন বন্ধ রাখা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।