‘হাঁটতে থাকুন, সুস্থ থাকুন’ স্লোগানকে সামনে রেখে পীরগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মরহুম রাজ্জাক মাস্টার স্মরণে গতকাল বুধবার সকালে এই প্রতিযোগিতায় আড়াই শ ব্যক্তি অংশ নেন। উপজেলার জাহাঙ্গীরাবাদ থেকে কছিমন নেছা বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আব্দুর রাজ্জাকের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী হাসান রেজা লিখনের সার্বিক সহযোগিতা ও উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করে হন্টন গ্রুপ ও ৮৫ গ্রুপ। এতে নিবন্ধন করে ১২ কিলোমিটার দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা।
প্রতিযোগিতায় ১৪ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজছাত্র রাকিব হাসান। পুরস্কার তুলে দেন পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা।
আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল এনসিআরজেএলএলসি, হাসান রেজা, জামদানি হাউস (ইউএসএ) এবং নাহিদ শাওন।
পুরস্কার বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাসান রেজা, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অনোয়ারুল ইসলাম মান্নু প্রমুখ।