নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উত্তর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম গতকাল রোববার এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, শিবপুর থানার শাষপুর এলাকার জাকির মৃধা (৩২), ও সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার মোছা. মিনারা বেগম (৪৫)। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।