গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সাধারণ সদস্য পদে আটজন ও সংরক্ষিত সদস্য পদে একজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। আগামী ৫ জানুয়ারি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান, নির্বাচিত সদস্যদের মধ্যে লংগাইর ইউপিতে ৩ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য, পাইথল, টাংগাব, মশাখালী, রাওনা ও যশরা ইউপিতে ১ জন করে সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার নাহার এ তথ্য নিশ্চিত করেন।