তিতির ল্যাভেন্ডার ভালোবাসে। না, সরাসরি সে ফুলটি দেখেনি বটে; তবে ল্যাভেন্ডারের সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার, সাবান তার বড্ড প্রিয়। কেমন একটা শান্তি অনুভব হয় এই সুগন্ধ নাকে এলে। তিতিরের জন্মদিন এই যে পরের সপ্তাহেই। মা বলেছেন, বন্ধুদের কার্ড পাঠিয়ে জন্মদিনের নিমন্ত্রণ জানাতে। তিতির কার্ড বানাতে বসল। হ্যাঁ, ল্যাভেন্ডারের ছবিতেই হবে জন্মদিনের কার্ড। কী করে সেই কার্ডের ওপর ল্যাভেন্ডার আঁকল, একটু দেখে নেবে চলো।
যা লাগবে
ব্যস্ এই তো হয়ে গেল ল্যাভেন্ডার!