বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীট তাড়ানো) দিয়ে পোনা মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই পুকুরের প্রায় ৮ লাখ টাকার মাছ মারা যায়।
এমনটি অভিযোগ করেছেন ওই পুকুরের মালিক আরিফুল ইসলাম বাবু। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে। তাঁর চাচাতো ভাইয়েরা এই ঘটনা ঘটিয়েছে বলে তাঁর দাবি।
আরিফুল ইসলাম বাবু বলেন, ‘সম্প্রতি চাচাতো ভাইয়েরা আমাদের সঙ্গে শত্রুতা শুরু করে। এর জের ধরে পুকুরে ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেন। এর আগেও তাঁরা আমাদের এমন ক্ষতি করেছেন।’
এক মৎস্য চাষি আনোয়ার হোসেন রানা বলেন, ‘এই ঘটনা আমাদের এলাকায় মৎস্য চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দোষীদের কঠিন শাস্তি না হলে পরবর্তী সময়ে একই ঘটনা অন্য পুকুরেও ঘটতে পারে।’
আরিফুল ইসলাম বাবুর চাচাতো ভাই জাকারিয়া হোসেন মোবাইল ফোনে বলেন, ‘আমাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। তবে মাছ মরার কোনো ঘটনা জানা নেই।’
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’