হোম > ছাপা সংস্করণ

নাচোলে বাজারে আগুন পুড়ল ৫ দোকান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বিরেন বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার ভোরে ফতেপুর ইউনিয়নের বিরেন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

আগুনে পুড়ে যাওয়া হাফিজ ট্রেডার্স নামের কীটনাশক দোকানের মালিক আফজাল হোসেন বলেন, ‘প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে গত মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করি। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মসজিদে ফজরের নামাজ শেষে বেরিয়ে দেখতে পাই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় দোকানের মালামালসহ হিসাবের সব খাতা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ফতেপুর ইউপির ওয়ার্ড সদস্য শরতেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে দোকানে আগুন লাগার ঘটনা জানতে পেরে নাচোল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সকাল ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে হাফিজ ট্রেডার্স, তাজামুল হক ও হাবিবর রহমানের মুদিদোকানসহ আরও দুটি দোকান আগুনে পুড়ে যায়।

এদিকে নাচোল ফায়ার স্টেশনের ইনচার্জ খন্দকার আকবর বলেন, বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগা মুদির দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে মোট ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ