নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৪ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
দলীয় সূত্রে জানা গেছে, ২ নম্বর নন্দীগ্রাম ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মখলেছুর রহমান মিন্টু। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৩ নম্বর ভাটরা ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী। ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান নান্টু। এ ছাড়া ৫ নম্বর ভাটগ্রাম ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী।