মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্তির মধ্যে পড়েছেন সাধারণ কর্মী ও সমর্থকেরা।
গত বুধবার জেল হত্যা দিবসের পৃথক আলোচনা সভায় উভয় পক্ষের নেতারা চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিয়ে জ্বালাময়ী বক্তব্য দেন।
স্থানীয় বেগম রোকেয়া মিলনায়তনে এক পক্ষের অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে যাঁরা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন, তাঁরা যাতে নৌকা না পান সেই চেষ্টা করা হবে। ত্যাগী নেতাদের নৌকা প্রতীক দেওয়ার জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে আবেদন করা হবে।
একই মিলনায়তনে আয়োজিত আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান বলেন, ‘স্থানীয় একজন নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার কথা বলে জামায়াত-বিএনপির লোকজন দিয়ে শোডাউন করছেন। কিন্তু কারও কথায় বিভ্রান্ত হবেন না। নৌকার মালিক শেখ হাসিনা। তিনিই ঠিক করবেন কে নৌকা পাবেন।’
দলীয় সূত্র জানায়, মিঠাপুকুরে আওয়ামী লীগের দুই পক্ষই আগ্রহী চেয়ারম্যানপ্রার্থীদের তালিকা করছে। কোন পক্ষের প্রার্থীরা নৌকা পাবেন তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা।