হোম > ছাপা সংস্করণ

কৈশোরে মাতৃত্ব ২৮%

যশোর প্রতিনিধি

যশোরে গত এক বছরে ২০ বছরের নিচে ৫৮ হাজার ১৬৪ মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। যাদের গড় বয়স ১৬.৩ বছর। আর কৈশোরকালীন মাতৃত্বের হার ২৮ শতাংশ।

এ ছাড়া প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। যা বাল্যবিবাহের কারণেই বেশি ঘটছে।

গত বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শবনম মমতাজ রোজী। সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা।

উপপরিচালক শবনম মমতাজ রোজী বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনানুযায়ী দেশে ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ের অনুমতি নেই। তারপরও বাল্যবিবাহ হচ্ছে। যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, যশোরে প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। আর মৃত্যু হচ্ছে ৩৩টি শিশুর। যা বাল্য বিয়ের কারণেই বেশি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে বাল্যবিবাহ রোধের কোনো বিকল্প নেই।’

যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিসংখ্যান সহকারী তপন কুমার দাস বলেন, ‘জেলায় গত এক বছরে ২০ থেকে ২৯ বছর বয়সী ১ লাখ ৮২ হাজার ২১৫ জন এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৭৩ হাজার ২৫৬ জন মেয়ের বিয়ে হয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী জেলায় অক্টোবর মাস পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ৭৪৪ সন্তান উৎপাদনক্ষম সক্ষম দম্পতি রয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫১৮ দম্পতি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে।’

উপপরিচালক শবনম মমতাজ রোজী আরও জানান, টেকসই উন্নয়নের লক্ষে আইসিপিডি সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০ এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. সাইনুর সামাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, গিয়াস উদ্দিন, ডা. জেরিন সুলতানা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ