হোম > ছাপা সংস্করণ

দশ বছরেও টাকা পাননি সাফায়েত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘ দশ বছর ধরে সবজি বিক্রির পাওনা টাকা ফেরত পাননি মো. সাফায়েত নামের এক সবজি ব্যবসায়ী। সাফায়েতের দাবি, এ নিয়ে এলাকায় বারবার সালিস হলেও কোনো সমাধান পাননি। উপায় না পেয়ে টাকা ফেরত পেতে গতকাল বুধবার তিনি বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে মো. জাহিদ শেখ ও মো. মাসুম শেখ নামের দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর সাফায়াতের কাছ থেকে উপজেলার আমবাড়ি গ্রামের মো. জাহিদ শেখ ও বাবুগঞ্জ বাজার এলাকার মো. মাসুম শেখ চালানের (চালান নম্বর-১৮৫) মাধ্যমে ৯৫ হাজার টাকার সবজি কেনেন। ব্যাংক থেকে টাকা তুলে টাকা দেবেন বলে ট্রাকে সবজি নিয়ে মাসুম ঢাকায় চলে যান। কিন্তু ওই দিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও কোনো টাকা পাননি সাফায়েত। সেই থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের শরনাপন্ন হন সাফায়েত। কিন্তু আজ পর্যন্ত তিনি একটা টাকাও পাননি।

গতকাল দুপুরে মো. সাফায়েত সাংবাদিকদের বলেন, ‘অনেক কষ্টের টাকা আমার। টাকা ফিরে পেতে বহু মানুষের কাছে গিয়েছি। কোনো সমাধান পাইনি। সালিস বিচারের নামে আমার সঙ্গে বারবার প্রহসন করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত মো. জাহিদ শেখ বলেন, ‘মাসুম ও আরেক ব্যাপারী আমার নামে চালান কেটে সাফায়েতের কাছ থেকে মাল কেনেন। বিষয়টি নিয়ে অনেকবার সালিস হয়েছে। আমার অংশের টাকা দিয়ে দিয়েছি।’

আরেক অভিযুক্ত মো. মাসুম শেখ বলেন, ‘সাফায়েতের সঙ্গে আমার কোনো লেনদেন নাই। তিনি অযথা আমাকে হয়রানি করছেন।’

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জমারত আলী বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয়ের একটি কাগজ পেয়েছি। দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ের পাঠানো হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ