বরিশালের হিজলা উপজেলায় ৩য় শ্রেণি পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩ টায় মেয়েটি বাড়ির পাশের ধান খেতে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সুযোগে দেলু মাঝি তাকে ধর্ষণ করার চেষ্টা করে। তখন মেয়েটি চিৎকার শুরু করে। তখন দেলু মাঝি পালিয়ে যায়।
মেয়েটির মা বলেন, ‘এ ঘটনায় স্থানীয় মুরব্বিরা বিচারের আশ্বাস দিয়েছিলেন। তবে বখাটে দেলু মাঝি পালিয়ে থাকায় তারা বিচার করা সম্ভব হয়নি। তাই মামলা করেছি।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার বলেন, গতকাল রাতে মামলা করেছেন মেয়ের মা।