স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারায় গর্ব অনুভব করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।
গতকাল বুধবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বলেন, ‘আমাদের সময় শেষ। আমার গর্ব যে, আমি সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে দাঁড়িয়ে কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছি।’
তোফায়েল আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও পাকিস্তানিদের দাসত্ব করতে হতো। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন বঙ্গবন্ধু। তিনি জীবনে কারও কাছে মাথা নত করেননি।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজকে বুদ্ধিজীবীরা গণতন্ত্রের কথা বলেন। টক শোতে গেলে গণতন্ত্রের কথা শুনতে হয়। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেদিন গণতন্ত্র কোথায় গেল? শিশু রাসেলকে যখন হত্যা করা হলো তখন কোথায় গণতন্ত্র ছিল?’