ছেলে দীর্ঘদিন ইয়াবায় আসক্ত। নেশা থেকে ফেরাতে বাসচালক ছেলেকে কয়েকবার ডাক্তারও দেখিয়েছেন বাবা গোলাম রহমান। তা-ও কাজ হয়নি। শেষমেশ ডাক্তারের পরামর্শে গতকাল সোমবার থেকে ঢাকার কোনো মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানোর কথা সজীবকে (৩২)। অবশেষে সেটাও ভেস্তে গেছে।
গত রোববার রাতে ৩০ পিস ইয়াবাসহ রাজধানীর তুরাগ এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সজীব। তাঁকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তুরাগ থানার এএসআই আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে ইয়াবা সেবনের জন্য সজীব আগে থেকেই ৩০ পিস ইয়াবা কিনে রাখেন। উত্তরার কামারপাড়া পুলিশ বক্সসংলগ্ন তুরাগ নদপাড়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজীবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সজীব মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গোলাম রহমানের ছেলে। খিলক্ষেত এলাকায় থাকেন। পেশায় বাসচালক।
সজীবের বাবা গোলাম রহমান বলেন, ‘আমি তাঁর সব মেডিকেল রিপোর্ট নিয়ে এসেছি। আজ (সোমবার) তাঁর মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার কথা। অথচ সেই ইয়াবা নিয়েই আমার ছেলে পুলিশের হাতে ধরা খেল। তাঁকে অনেক বুঝিয়েছি।’