হোম > ছাপা সংস্করণ

সীমানা নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাতেন মিয়া নামের এক ব্যক্তির বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া এক নারীকে মারধর করে ঘরে থাকা টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারী পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাতেন মিয়া এবং প্রতিবেশী সখিনা খাতুনের বিরোধ চলছিল। এর জেরে গতকাল সকালে সখিনা খাতুন ১০ থেকে ১৫ জন লোক নিয়ে বাতেন মিয়ার বসতঘরে হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বাতেনের বসতঘরের বেড়া ও দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে আসবাব ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বাতেনের স্ত্রী সাজেদা খাতুন (৫৫) বাধা দিতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগী বাতেন মিয়া বলেন, ‘বাড়ির সীমানাসংক্রান্ত বিরোধের জেরে সখিনা খাতুন ভাড়াটে লোক নিয়ে আমার বসতঘরে হামলা করে। এ সময় তারা আমার বসতঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে । তাদের বাধা দিতে গেলে আমার স্ত্রী সাজেদা খাতুনকেও পিটিয়ে আহত করা হয়। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ অভিযোগের বিষয়ে জানতে বাড়ি গেলে সখিনা খাতুনকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, ‘ঘটনার ব্যাপারে কোনো লিখিত পাইনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ