বিশ্ব মানবিক মর্যাদা দিবসে খুলনায় জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন এবং আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি করেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, খুলনার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি বলেন, আজ বিশ্ব মানবিক মর্যাদা সমাজের আর দশজন মানুষের মত সমমর্যাদা সম্মান পাওয়ার অধিকার দলিত জনগোষ্ঠীর আছে। কিন্তু তারা তা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দলিতদের সব প্রকার বৈষম্য নিরসন করে সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাব। আর এটা বাস্তবায়ন না হলে আমাদের স্বাধীনতার উদ্দেশ্য সফল হবে না।