হোম > ছাপা সংস্করণ

রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গত সোমবার সকাল বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়িপাড়া এলাকা থেকে ওই কাঠ জব্দ করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান কাপ্তাই জোন ‘অটল ৫৬ বেঙ্গল’ এর অধীন রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল ইসলাম। অভিযানে অবৈধভাবে সংগৃহীত ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়। জব্দ কাঠের বাজার মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, রাজস্থলীর তুলাছড়ি এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে সেগুন গোল কাঠ জড়ো করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই স্থান থেকে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এদিকে দীর্ঘ দিন ধরে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ পাচার হচ্ছে। রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা, হাজীপাড়া, তালুকদারপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করা হয়। পরে তা ইসলামপুর, জামতালা, টেংখালী, শফিপুর ওপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে পাচার করা হয়। দৈনিক লাখ লাখ টাকার মূল্যবান সেগুনের গোল কাঠসহ বিভিন্ন প্রজাতির রদ্দা পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা মুসতাফিজুর রহমান বলেন, ‘আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধের চেষ্টা অব্যাহত থাকবে। জব্দ কাঠ রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ