হোম > ছাপা সংস্করণ

শিবপুর মুক্ত দিবসে সভা, শোভাযাত্রা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে গতকাল বুধবার নানা কর্মসূচির মাধ্যমে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শিবপুর হানাদার মুক্ত হয়।

এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খান। সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালিব খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাবেক সহসভাপতি এ কে নাসিম আহমেদ হিরন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘৮ ডিসেম্বর শিবপুরের ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন শিবপুরকে শত্রুমুক্ত করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তা শেষ করতে, তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ