নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার পথশিশুদের মধ্যে খাবার বিতরণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একযোগে এক শ ফানুস ওড়ানো হয়।
হিমু পরিবহন নামে একটি সংগঠনের উদ্যোগে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে সন্ধ্যায় এই ফানুস উৎসবের আয়োজন করা হয়। এর আগে অর্ধশতাধিক পথশিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ, বিকেলে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।