গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান। গত শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
ইউপি চেয়ারম্যান মান্নান দাবি করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল আমাদের পরিবারকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। ২০১০ সালের ১০ ডিসেম্বর আমার মেজ ভাই নজরুল ইসলাম বাচা ইউপি চেয়ারম্যান থাকাকালে ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন। ২০১১ সালে মনসুর আহাম্মদ বাবুল আমার বড় ভাই মো. জাহেদুল ইসলামকে বাড়িতে এসে গুলি করেছিলেন। একই কায়দায় আমাকেও সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন তিনি।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল বলেন, ‘আমি কোনো সন্ত্রাসী নই যে কাউকে গুম করব। আমার বয়স ৭০ বছর। আমি নোংরা রাজনীতি করি না। কে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী এলাকাবাসীই বলবে।’