হোম > ছাপা সংস্করণ

শাবি উপাচার্যের পদত্যাগ দাবি বাম নেতাদের

সিলেট সংবাদদাতা

অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতারা।

আন্দোলনে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তাঁরা এ দাবি করেন।

গতকাল শুক্রবার বিকলে ওসমানী হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং এ সময় সেখানে অবস্থানরত অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

এ সময় নেতারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ বর্বরোচিত, নজিরবিহীন ও ন্যক্কারজনক। অবিলম্বে হামলাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তাঁরা।

নেতারা অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে তার দায় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আরবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) হরিধন লাশ, শ্রমিক ফেডারেশনের মুখলেছুর রহমান, শ্রমিক ফ্রন্টের মনজুর আহমদ, আহমদ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ