২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ নামে সিনেমা বানিয়েছিলেন পরিচালক অনুরাগ বসু। পারিবারিক ও জীবনযুদ্ধের গল্পে তৈরি সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সিনেমায় প্রীতমের সুর ও সংগীতে ‘আলবিদা’ শিরোনামের গান গেয়ে বলিউড মাতিয়েছিলেন বাংলাদেশের রকস্টার জেমস। ১৫ বছর পর ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন অনুরাগ। নাম ‘মেট্রো...ইন দিনো’।
সমসাময়িক বাস্তবতার ওপরেই তৈরি হবে এই সিনেমা। সম্পর্কের তিক্ততা এবং মিষ্টত্বকে নিয়েই গল্প বুনবে মেট্রো...ইন দিনো। এমনটাই জানিয়েছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সারা আলী খান ও আদিত্য রায় কাপুর। নতুন খবর হলো অনুরাগ বসুর নতুন এই সিনেমায় যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।