যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের ১৫ বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ১৫ বিদ্রোহী প্রার্থী হলেন ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ওবায়দুল রহমান, হোসেন আলী, সাইদুর রহমান, আব্দুল জলিল; শামছুর রহমান, বাহাদুরপুরের মফিজুর রহমান, পুটখালীর নাছির উদ্দীন, গোগার তবিবুর রহমান, কায়বার আলতাপ হোসেন, বাগআঁচড়ার আব্দুল খালেক, উলাশীর আয়নাল হক, সোহরাব হোসেন, নিজামপুরে আশরাফুল আলম বাটুল, নিজামপুরের আমিনুর রহমান ও সেলিম রেজা বিপুল।