খাগড়াছড়ির পর্যটনশিল্পকে এগিয়ে নিতে ‘আলুটিলা-রিছাং-গিরি, বৈচিত্র্যময় খাগড়াছড়ি’ স্লোগানে প্রকাশিত জেলা ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ের নবনির্মিত স্টাডি রুমে এই মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যান্ড বুকের মাধ্যমে দেশি–বিদেশি পর্যটকেরা জেলা সম্পর্কে ধারণা পাবেন। এতে জেলার পর্যটন কেন্দ্র, ইতিহাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, বিভিন্ন উৎসব তুলে ধরা হয়েছে। এ ছাড়া চাকমা, মারমা, ত্রিপুরা নৃগোষ্ঠীর জীবনধারা, ঐতিহ্য, উৎসব, খাদ্যাভ্যাস তুলে ধরা হয়েছে।