জেলায় আরও একটি মৃত্যুহীন দিনে নতুন করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৪টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। গতকাল শনিবার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দুজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হননি। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৫ জন। একই সময়ে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন আরও চারজন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৫২৪ জন।