হোম > ছাপা সংস্করণ

ছোট পর্দার নতুন জুটি হানি-টুম্পা

‘নিশির ডাক’, ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন টুম্পা ঘোষ। সর্বশেষ তাঁকে দেখা গেছে কালারস বাংলার ‘ত্রিশূল’ সিরিয়ালে। এটি শেষ হওয়ার পর অনেক দিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন টুম্পা। এবার সান বাংলার নতুন ধারাবাহিক ‘শ্যামা’ দিয়ে ফিরছেন তিনি। এতে টুম্পা জুটি বাঁধছেন হানি বাফনার সঙ্গে। শ্যামার মাধ্যমে প্রথমবারের মতো টিভি পর্দায় দেখা যাবে নতুন এ জুটিকে।

হানি বাফনা অভিনীত সর্বশেষ সিরিয়াল জি বাংলার ‘সোহাগ জল’। এর আগে ‘বকুল কথা’, ‘গ্রামের রানী বীণাপাণি’ ও ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। নতুন ধারাবাহিক শ্যামাতে টুম্পা ও হানি ছাড়াও অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়, ভারত কল, সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

শ্যামা ধারাবাহিকের গল্প খানিকটা এ রকম—জয় ব্যানার্জি (হানি বাফনা) বিত্তশালী পরিবারের ছেলে। জয়ের দাদু বকুল ব্যানার্জি (বিশ্বজিৎ) প্রভাবশালী জ্যোতিষী। অন্যদিকে অরিত্রি (টুম্পা) দেবীপীঠের প্রধান পুরোহিতের মেয়ে। স্বভাবে খুব মিষ্টি, সুন্দরী। অরিত্রি বেশ হাসিখুশি চরিত্র। বাবার মতো সে-ও পুরোহিত হওয়ার স্বপ্ন দেখে। প্রথম দেখায় অরিত্রির প্রেমে পড়ে যায় জয়। তাদের বিয়েতে রাজি হয় দুই পরিবার।

তবে বিয়ের পর শুরু হয় জটিলতা। জীবনের কিছু অন্ধকার অধ্যায় উঠে আসে। দাম্পত্যে দেখা দেয় অস্থিরতা। জয়-অরিত্রি কি বিয়েটা টিকিয়ে রাখতে পারবে? অরিত্রি কি কোনো চক্রান্তের শিকার? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। জানা গেছে, শিগগির সান বাংলার পর্দায় শুরু হবে শ্যামা সিরিয়ালটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ