হুমায়ুন আহমেদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন মাসুদ আখন্দ। বেশ কিছু নাটক ও সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়। পরবর্তী সময়ে নির্মাতা হিসেবেও পরিচিতি পান মাসুদ। ২০১২ সালে ‘পিতা’ চলচ্চিত্র বানিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। সুইডেনপ্রবাসী এই নির্মাতা অনেক দিন পর আবার সিনেমা বানাচ্ছেন। নাম ‘স্লেভ কুইন’। এ সিনেমার জন্যই সম্প্রতি দেশে ফিরেছেন মাসুদ আখন্দ। রাজধানীর বিভিন্ন লোকেশনে ঘুরেফিরে ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিং শেষ করেছেন তিনি।
মাসুদ আখন্দ বলেন, ‘ইউরোপ ও আমেরিকার কিছু কোম্পানি আমার এ সিনেমায় অর্থ বিনিয়োগ করবে। সে জন্য আপাতত পাইলট শুটিং করলাম। উদ্দেশ্য হচ্ছে, আমার কাজের ধরন কেমন হবে, সে সম্পর্কে ফাইন্যান্সারদের একটা ধারণা দেওয়া।’ বিনিয়োগ নিশ্চিত করে মাসুদ আখন্দ আবার দেশে আসবেন। তখন অভিনয়শিল্পী নির্বাচন, গ্রুমিং ও চূড়ান্ত শুটিং শেষ করবেন।
বাস্তব এ ঘটনা নিয়ে এর আগে ‘স্লেভ কুইন’ নামে একটি তথ্যচিত্রও বানিয়েছিলেন মাসুদ। বিভিন্ন উৎসবে সেটা প্রশংসিত হয়েছিল। সেই তথ্যচিত্রকে এবার ফিচার ফিল্মে রূপ দিতে চান তিনি। ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিংয়ে মাসুদ আখন্দের সঙ্গে অংশ নিয়েছেন সুইডেনের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার নিকোলাস কার্পেটি ও লার্স জেমসন।