হোম > ছাপা সংস্করণ

মাসুদ আখন্দের নতুন সিনেমা

হুমায়ুন আহমেদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন মাসুদ আখন্দ। বেশ কিছু নাটক ও সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়। পরবর্তী সময়ে নির্মাতা হিসেবেও পরিচিতি পান মাসুদ। ২০১২ সালে ‘পিতা’ চলচ্চিত্র বানিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। সুইডেনপ্রবাসী এই নির্মাতা অনেক দিন পর আবার সিনেমা বানাচ্ছেন। নাম ‘স্লেভ কুইন’। এ সিনেমার জন্যই সম্প্রতি দেশে ফিরেছেন মাসুদ আখন্দ। রাজধানীর বিভিন্ন লোকেশনে ঘুরেফিরে ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিং শেষ করেছেন তিনি।

মাসুদ আখন্দ বলেন, ‘ইউরোপ ও আমেরিকার কিছু কোম্পানি আমার এ সিনেমায় অর্থ বিনিয়োগ করবে। সে জন্য আপাতত পাইলট শুটিং করলাম। উদ্দেশ্য হচ্ছে, আমার কাজের ধরন কেমন হবে, সে সম্পর্কে ফাইন্যান্সারদের একটা ধারণা দেওয়া।’ বিনিয়োগ নিশ্চিত করে মাসুদ আখন্দ আবার দেশে আসবেন। তখন অভিনয়শিল্পী নির্বাচন, গ্রুমিং ও চূড়ান্ত শুটিং শেষ করবেন।

মাসুদ আখন্দ বিশ্বাস করেন, বাংলাদেশের গল্পের একটা আন্তর্জাতিক বাজার রয়েছে। ঠিক যেমন রয়েছে বাংলাদেশের অনেক পণ্যের। এখানকার মানুষের জীবনযাপনের ভেতরে যে বৈচিত্র্যময় গল্প লুকিয়ে আছে, সেটা সিনেমায় তুলে আনতে পারলে বাংলা সিনেমা আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা পাবে। তাঁর ‘স্লেভ কুইন’ও তৈরি হচ্ছে বাস্তব ঘটনা অবলম্বনে। রানি নামের ১২ বছর বয়সী এক মেয়ে, যে একসময় গার্মেন্টসে কাজ করত। কিন্তু শিশুশ্রম নিষেধ হওয়ার পর তার কাজটা চলে যায়। এরপর তার ঠাঁই হয় যৌনপল্লিতে। একসময় সেখান থেকে রানিকে উদ্ধার করতে এগিয়ে আসে দুই বিদেশি তরুণ-তরুণী—মোটাদাগে এটাই মাসুদ আখন্দের সিনেমার গল্প।

বাস্তব এ ঘটনা নিয়ে এর আগে ‘স্লেভ কুইন’ নামে একটি তথ্যচিত্রও বানিয়েছিলেন মাসুদ। বিভিন্ন উৎসবে সেটা প্রশংসিত হয়েছিল। সেই তথ্যচিত্রকে এবার ফিচার ফিল্মে রূপ দিতে চান তিনি। ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিংয়ে মাসুদ আখন্দের সঙ্গে অংশ নিয়েছেন সুইডেনের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার নিকোলাস কার্পেটি ও লার্স জেমসন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ